এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ শিক্ষার্থী 

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। 

জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে রয়েছেন ৩২ হাজার ৫৩ জন ছাত্র এবং ৩৭ হাজার ৪৪ জন ছাত্রী। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবারও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে শীর্ষস্থান দখল করেছে ঢাকা বোর্ড। এই বোর্ডে এ বছর জিপিএ-৫ পেয়েছেন ২৬ হাজার ৬৩ জন শিক্ষার্থী। এছাড়া রাজশাহী বোর্ডে ১০ হাজার ১৩৭ জন, দিনাজপুর বোর্ডে ৬ হাজার ২৬০ জন, চট্টগ্রাম বোর্ডে ৬ হাজার ৯৭ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৯৯৫ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৭০৭ জন, ময়মনসিংহ বোর্ডে ২ হাজার ৬৮৪ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৬৭৪ জন এবং সিলেট বোর্ডে সর্বনিম্ন ১ হাজার ৬০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। 

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ড থেকে সর্বমোট ৪ হাজার ২৬৮ জন এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১ হাজার ৬১০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। 

নয়টি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার যথাক্রমে ৭৫ দশমিক ৬১ শতাংশ এবং ৬২ দশমিক ৬৭ শতাংশ। 

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুন থেকে ১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০