ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সমন্বয় সংক্রান্ত সভা আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার ইসি সচিবলায়ের উপসচিব ও মাঠ প্রশাসনের সাথে সমন্বয় সংক্রান্ত কমিটির সদস্য সচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের সাথে সমন্বয় সংক্রান্ত গঠিত কমিটির সভা আগামী ২২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর- ৪১৩) অনুষ্ঠিত হবে।’
সভায় ইসি সচিবলায়ের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, যুগ্মসচিব (প্রশাসন ও অর্থ), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব রাহিমা আক্তার, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার মো. নাজমুল হুদা শামিম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ইসরাত জাহান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব বদরুল হাসান লিটন, ইসির যুগ্মসচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) এ, এফ, এম, গোলজার রহমান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. জবদুল ইসলাম যোগ দিবেন।