চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে চট্টগ্রামে গ্রেফতার হওয়া কার্ভাডভ্যান চালক ও তার সহকারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের আদালত।
একই রায়ে আদালত ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম সিরাজাম মুনীরা এ রায় দেন।
চট্টগ্রাম মহানগর আদালতের অতিরিক্ত পিপি মোরশেদুল রহমান চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন- চালক মো. জাহাঙ্গীর (২৬) এবং সহকারী মো. আজিজুল হক (২৯)। এদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ ও আজিজুলের বাড়ি উখিয়া উপজেলায়।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৮ জুলাই রাতে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসার পথে চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকায় র্যাবের চেকপোস্টে তল্লাশির মুখে পড়ে একটি কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যান রেখে পালানোর চেষ্টা করে চালক জাহাঙ্গীর ও সহকারী আজিজুল। র্যাবের সদস্যরা তাদের আটক করে। পরে কাভার্ডভ্যান থেকে ৩৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব-৭ এর সদস্য এএসআই মো. জায়েদ ভূইয়া বাদী হয়ে নগরীর কর্ণফুলী থানায় মামলা করে।
মামলা তদন্ত শেষে ২০২২ সালের ৯ জানুয়ারি দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। ওই বছরের ২১ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
বিচারিক আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ জানান, রাষ্ট্রপক্ষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। দণ্ডিত আসামিরা গ্রেফতারের পর জামিন নিয়ে বর্তমানে পলাতক আছেন। রায়ের পর তাদের বিরুদ্ধে সাজামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।