
ঢাকা, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস): সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধনসহ সাত জনের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডকৃত অপর আসামিরা হলেন— সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, ছাত্রলীগকর্মী মেজবাহুল ইসলাম, সাইফুল ইসলাম সাইফ, মোস্তাফিজুর রহমান, যুবলীগকর্মী শেখ রাশেদুজ্জামান ও সেচ্ছাসেবককর্মী মামুন শেখ পরশ।
আজ তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, চলতি বছরের ৩১ অক্টোবর রাজধানীর পল্টন থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করাসহ তাদের কর্মকাণ্ড গতিশীল করার উদ্দেশ্যে সমবেত হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী বিভিন্ন ধরনের রাষ্ট্র বিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর পল্টন থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পুলিশ।