রাজশাহী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর সবজি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পবা উপজেলার বেজুড়াগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সুমন (৪০) ও সোল্লাপাড়ার আব্দুস সোবহানের ছেলে আনারুল ইসলাম (৪৫)। ঘটনার পর ভবন মালিকরা পালিয়ে গেছে।
একসঙ্গে কাজ করা শ্রমিক মাসুদ রানা জানান, সবজি বাজারের পাশে একটি ৭তলা ভবনে তারা ৬/৭জন শ্রমিক মাচা বানিয়ে কাজ করছিলেন। মাচায় ছিলেন শ্রমিক সুমন ও আনারুল। এ সময় মাচা ভেঙ্গে তারা দু'জন নিচে পড়ে যান। এতে শ্রমিক সুজন ও আনারুল গুরুতর আহত হন। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন আর আনারুলকে ওয়ার্ডে পাঠান। রামেকের ৮ নম্বর ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা আনারুলকেও মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, বিষয়টি শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনার পর ভবন মালিকরা সবাই পালিয়ে গেছে। মরদেহ রামেক হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ৭তলা ভবনটি নির্মাণ করছেন চার ব্যক্তি। পারুল বেগম ও তুহিন নামে দুজন ভবনটি দেখভাল করেন। অনেকটা অপরিকল্পিত ও যত্রতত্রভাবে কাজ করার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এই ভবনে কাজ করতে গিয়ে মাচা ভেঙ্গে আরও এক শ্রমিক মারা গেছে।