ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা চালু করেছে।
এখন থেকে ওই কনস্যুলেট থেকে প্রবাসী বাংলাদেশিরা ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত পরিষেবা গ্রহণ করতে পারবেন।
মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এ কার্যক্রমের মাধ্যমে যাদের এনআইডি কার্ড নেই, তারা নতুন করে ভোটার হিসেবে নিবন্ধন করতে এবং এনআইডি পেতে সক্ষম হবেন।
উল্লেখ্য, এবার ৩১ অক্টোবরের মধ্যে ভোটার হিসেবে নিবন্ধিত সকল প্রবাসী বাংলাদেশি অনলাইনে মোবাইলে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
গত মঙ্গলবার এ পরিষেবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএসএম হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল সেহেলী সাবরীন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ডিজি এএসএম হুমায়ুন কবীর অনুষ্ঠানে ভোটার নিবন্ধন ও আসন্ন জাতীয় নির্বাচনে বিদেশ থেকে ভোট প্রদান প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন।
এছাড়াও তিনি ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়ন কার্যক্রমের বিষয়ে প্রবাসীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং একই সঙ্গে তিনি প্রবাসীদের নতুন ভোটার হওয়ার আহ্বান জানান।
এসময় তিনি বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মায়ামিকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
কনসাল জেনারেল সেহেলী সাবরীন তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার হিসেবে নিবন্ধন ও এনআইড সেবাপ্রদান কার্যক্রম চালু হওয়ায় প্রবাসীদের এখান থেকে সেবা গ্রহণের আহ্বান জানান।
এসময় তিনি কনস্যুলেটের পক্ষ থেকে সুষ্ঠু সেবা প্রদান নিশ্চিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং সরকারের এ উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়া তিনি কমিউনিটির নেতাদের প্রতি নতুন এ সেবা সম্পর্কে প্রবাসীদের অবহিত করার আহ্বান জানান ।
প্রবাসী কমিউনিটির পক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ অনেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ উদ্যোগকে স্বাগত জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও কনসাল জেনারেল পরীক্ষামূলকভাবে গৃহীত আবেদনের বিপরীতে প্রস্তুতকৃত সেবাপ্রার্থীদের এনআইডিসমূহ হস্তান্তর করেন।
উল্লেখ্য, এনআইডি কার্যক্রম চালু হওয়ায় মায়ামিতে বাংলাদেশ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ফ্লোরিডা স্টেট বিএনপির আন্তরিক সহযোগিতা এবং অংশগ্রহণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। ফ্লোরিডা স্টেট বিএনপির সদস্যরা সক্রিয় অংশগ্রহণ এবং বিপুল উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের সাফল্যে অবদান রাখেন।
ইন্টারেক্টিভ অধিবেশন চলাকালীন ফ্লোরিডা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল হক, সাবেক সভাপতি এবং বর্তমান উপদেষ্টা দিনাজ খান এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফসহ বেশ কয়েকজন কমিউনিটি নেতা গঠনমূলক প্রশ্ন উত্থাপন করেন এবং তাদের মতামত প্রকাশ করেন।
ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি এমরানুল হক চাকলাদার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ও প্রবাসী ভোটার নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্যোগের ধারাবাহিক সাফল্যের জন্য আশা প্রকাশ করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন।