মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড 

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:১২ আপডেট: : ১৫ অক্টোবর ২০২৫, ১৯:১৪

মুন্সীগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে পৃথক যৌথ অভিযানে ১৫ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে ১ কোটি ৫ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এসব তথ্য জানিয়েছে। 

আজ বুধবার শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিনের নেতৃত্বে বাঘড়ারচর এলাকায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমসহ কোস্টগার্ড ও পুলিশ সদস্যগণ।

এ সময় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১০ জেলেকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে ১ কোটি ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত গ্রেপ্তারকৃতদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেন।

একইদিন লৌহজংয়ে অপর অভিযানে পদ্মায় নিশেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৪ জেলেকে গ্রেপ্তার ও ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ভাম্যমাণ আদালতের বিচারক লৌহজং ইউএনও মো. নেসার উদ্দিন তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং উদ্ধারকৃত ইলিশ স্থানীয় এতিম খানায় দেওয়া হয়।

লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামের নেতৃত্বে এ অভিযানে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০