টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:৩১
ছবি : বাসস

টাঙ্গাইল, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলার বাসাইল উপজেলায় আজ বাস-ট্রাক সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

আজ বুধবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।  

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। হতাহতরা সবাই বাসযাত্রী।

পুলিশ  জানিয়েছে, এ দুর্ঘটনায় হতাহতদের নাম- পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ‘ভাই ভাই পরিবহন’-এর যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকাগামী রড ভর্তি অন্য একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী যাত্রী নিহত হন। এ সময় পুলিশ আহত ১৪ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে, হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, নিহত ওই তিন বাসযাত্রীর পরিচয় সনাক্তের চেষ্ট চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০