পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো সংঘর্ষ, হতাহত অনেকে

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:১৭

ঢাকা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে আজ বুধবার নতুন করে সংঘর্ষে কয়েক ডজন সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছে। উভয় পক্ষের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আফগানিস্তানের স্পিন বোলদাক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে দু’টি বিস্ফোরণে পাকিস্তানকে দায়ী করার পর থেকে দুই প্রতিবেশীর মধ্যে সহিংসতা ব্যাপক আকার ধারণ করেছে।

কাবুলের তালেবান প্রশাসন প্রতিশোধ হিসেবে তাদের দক্ষিণ সীমান্তের কিছু অংশে আক্রমণ শুরু করে। এ ঘটনায় ইসলামাবাদ কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান তাদের ভূখণ্ডে পাকিস্তানি তালেবান তেহরিক-ই-তালেবান (টিটিপি)’র নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে, কাবুল সেই অভিযোগ অস্বীকার করেছে।

সর্বশেষ সহিংসতার ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনী আফগান তালেবানদের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমে দু’টি প্রধান সীমান্ত চৌকিতে আক্রমণ করার জন্য অভিযুক্ত করেছে।

পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, আজ বুধবার ভোরে দক্ষিণ কান্দাহার প্রদেশের আফগান সীমান্তের স্পিন বোলদাকের কাছে চালানো হামলায় প্রায় ২০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

তারা আরো জানায়, পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তে রাতভর সংঘর্ষে আরো প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে আফগান তালেবান জানিয়েছে, স্পিন বোলদাকের কাছে সংঘর্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। দুই থেকে তিনজন যোদ্ধা নিহত হয়েছে বলেও স্বীকার করেছে তারা।

স্পিন বোলদাক অঞ্চলের তথ্য বিভাগের আফগান মুখপাত্র আলী মোহাম্মদ হকমাল বলেন, শেল নিক্ষেপ করে আমাদের বেসামরিক নাগরিকদের হত্যা করা হয়েছে।

পাকিস্তান সর্বশেষ সংঘর্ষে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানায়নি। তবে, গত সপ্তাহে তারা বলেছিল- প্রথম সংঘর্ষে তাদের ২৩ জন সেনা নিহত হয়েছে।a

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০