শুক্রবার শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৪

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) :  ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমস-২০২৫’ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ইনডোর গেমসে পুরুষ ও নারী এই দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

পুরুষ সদস্যদের ইভেন্টগুলো হচ্ছে : দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ (একক), অ্যাথলেটিক্স (২০০ মি:), সাঁতার, আর্চারি ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)। 

নারী সদস্যদের ইভেন্ট : ক্যারম (একক), লুডু ও শ্যুটিং (রাইফেল পাওয়া সাপেক্ষে)।

এ উপলক্ষে আজ সকালে ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান। 

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, সাংবাদিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ভিসতা সবসময়ই এ ধরনের উদ্যোগে পাশে থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। ভিসতা সবসময় খেলাধুলা ও স্বাস্থ্য সচেতন কার্যক্রমে পাশে থাকবে।

সভাপতির আবু সালেহ আকন বলেন, ইনডোর গেমস আমাদের নিয়মিত আয়োজনের অংশ। সদস্যদের কথা মাথায় রেখে যে ইভেন্টগুলো বাকি রয়েছে সেগুলোও আমরা আয়োজনের চেষ্টা করবো। ‘ভিসতা’ ডিআরইউ’র এই ইনডোর গেমসে স্পন্সর করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যরা পেশাগত কাজে ব্যস্ত থাকে। ব্যস্ততার মধ্যে শরীর ও মনকে চাঙ্গা রাখার জন্য এই আয়োজন। পাশাপাশি এ বছর অন্যান্য ইভেন্টগুলোও সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আসাদকে হস্তান্তরে মস্কোকে অনুরোধ করবেন সিরিয়ার প্রেসিডেন্ট : এএফপি
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারো সংঘর্ষ, হতাহত অনেকে
সাতক্ষীরায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানে ১৫ জেলের কারাদণ্ড 
এ মাসেই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার গেজেট: ধর্ম উপদেষ্টা 
জুলাই অভ্যুত্থানে ভুক্তভোগীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে কাজ চলছে: স্বাস্থ্য সচিব
চাকসু নির্বাচনের ফল প্রকাশ হবে আগামীকাল
১ নভেম্বর থেকে ওআইএমএস-এ ‘কমার্শিয়াল ইনভয়েস’ রিপোর্টিং ট্যাব চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
জয়পুরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
১০