নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:২১

নেত্রকোণা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। 

বুধবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রশাসকের বাসভবনে প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।

জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৮ জন বালক ও ২ জন বালিকাসহ মোট ৩০ জন অংশ নিয়েছে।

উদ্বোধনের শুরুতে জেলা শহরের মোক্তারপাড়া বকুলতলায় খালেকদাদ চৌধুরী উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলেচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

আলোচনায় সভায় সাঁতারের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করা নিয়ে কথা বলেন প্রধান অতিথি  জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল¬াহ আল মাহমুদ জামান,  বিশেষ অতিথি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১ ও ২ টাকার কয়েন না নেয়ার চেষ্টা আইনের লঙ্ঘন : বাংলাদেশ ব্যাংক
তিরোধান দিবসে লালন উৎসব ও মেলার  উদ্বোধন  ১৭ অক্টোবর
ঢাবির শোক দিবসে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন
জালিয়াতি ও অনিয়মের অভিযোগে দুদকের তিন অভিযান
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জাতীয় গ্রন্থ কেন্দ্রের স্টল উদ্বোধন
পুলিশ কর্মকর্তাদের দুদকে বদলির আদেশ বাতিল
জাতীয় প্রেসক্লাব টেবিল টেনিসে সৈয়দ মামুন (একক) ও  আনোয়ার হোসেন-জাফর ইকবাল জুটি (দ্বৈত) চ্যাম্পিয়ন
বিএনপি প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি ঐতিহাসিক নির্বাচন চায়: সালাহউদ্দিন আহমেদ
আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
১০