নেত্রকোণায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ শুরু

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৭:২১

নেত্রকোণা, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ। 

বুধবার দুপুরে জেলা শহরের মোক্তারপাড়ায় জেলা প্রশাসকের বাসভবনে প্রধান অতিথি হিসেবে সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম)।

জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণ চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে ২৮ জন বালক ও ২ জন বালিকাসহ মোট ৩০ জন অংশ নিয়েছে।

উদ্বোধনের শুরুতে জেলা শহরের মোক্তারপাড়া বকুলতলায় খালেকদাদ চৌধুরী উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলেচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান।

আলোচনায় সভায় সাঁতারের গুরুত্ব ও ভবিষ্যৎ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করা নিয়ে কথা বলেন প্রধান অতিথি  জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল¬াহ আল মাহমুদ জামান,  বিশেষ অতিথি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং জেলা ক্রীড়া কর্মকর্তা সেতু আক্তার।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, সরকারি শিশু পরিবার (বালক) এর উপ-তত্ত্বাবধায়ক তারেক হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রুবেল মিয়া উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০