জয়পুরহাট, ১৫ অক্টোবর ২০২৫ (বাসস): ‘পরিষ্কার হাত নিরাপদ জীবন, সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ নানা কর্মসূচীর মধ্যদিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি জেলা প্রশাসন ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি, জয়পুরহাট ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায়, জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকৌশলী সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্বাস্থ্য সুরক্ষায় ও সংক্রামক রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেন। এ সময় তারা নিয়ম মেনে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরে কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের সাবান দিয়ে হাতধোয়ার সঠিক নিয়ম প্রর্দশন করা হয়।