ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে রোহিত শর্মাকে সরিয়ে গিলকে অধিনায়ক ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত মে মাসে তিনি ভারতের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০ ওভারের ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর চলতি বছরের মে মাসে ইংল্যান্ড সফরের আগে টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন তারা। ফলে ওয়ানডে দলে রোহিত ও কোহলির জায়গা পাওয়া অনিশ্চয়তার মুখে পড়ে।
তবে আসন্ন অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে রোহিত ও কোহলিকে। যদিও তারা দলে থাকলেও নেতৃত্বে নেই রোহিত। গত মার্চে রোহিতের নেতৃত্বেই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত।
রোহিতের অধিনায়কত্ব হারানো প্রসঙ্গে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার বলেন, “তিন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখা সম্ভব নয়। আমরা পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখেছি। রোহিতকে সরানোর এটাও একটি কারণ। এখন ওয়ানডে ক্রিকেট খুব বেশি হচ্ছে না। দু’বছর পর বিশ্বকাপ হবে। তাই গিলকে এখনই দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে তিনি দল গুছিয়ে নিতে পারেন। যেমন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সূর্যকুমার যাদবকেও দু’বছর আগে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাকেও দল প্রস্তুতির সময় দেওয়া হয়েছিল।”
তিনি আরও বলেন, “রোহিতের সঙ্গে আমার কথা হয়েছে। এমন নয় যে, তাকে না জানিয়েই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।”
২০২১ সালের ডিসেম্বরে ভারতের ওয়ানডে অধিনায়ক হন রোহিত। তার অধীনে ৫৬ ম্যাচে ভারত জয় পেয়েছে ৪২টিতে এবং হেরেছে ১২টিতে। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়েছে।