সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২১:৩৩

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): ওপেনার সাদমান ইসলামের প্রথম সেঞ্চুরিতে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বড় জয়ের স্বাদ পেয়েছে ঢাকা মেট্রো।

আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মেট্রো ৯৬ রানে হারিয়েছে বরিশাল বিভাগকে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরির ইনিংসে ৬১ বলে ১০১ রান করেন সাদমান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা মেট্রোকে উদ্বোধনী জুটিতে ১০৫ বলে ১৭৭ রান এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও সাদমান।

জুটিতে ৯টি চার ও ২টি ছক্কায় ৪৯ বলে ৭৯ রান করে আউট হন মাহফিজুল।

তবে ২১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১১টি চার ও ৪টি ছক্কায় ৬১ বলে ১০১ রান করেন তিনি।

এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ পায় মেট্রো।

বরিশালের ইফতেখার হোসেন ইফতি ২ ওভারে ১০ রানে ৪ উইকেট নেন।

জবাবে মেট্রোর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৭.৫ ওভারে ১০১ রানে অলআউট হয় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আজমির আহমেদ।

এছাড়া জাহিদুজ্জামান ১৮ ও ফজলে মাহমুদ ১৬ রান করেন।

বোলিংয়ে মেট্রোর হয়ে মারুফ মৃধা ৩টি, আবু হায়দার ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন সাদমান।

৬ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে মেট্রো।

সমানসংখ্যক ম্যাচে ৫টিতে হার ও ১টি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে বরিশাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
১০