সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার

বাসস
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০০:২১ আপডেট: : ০৫ অক্টোবর ২০২৫, ০০:৫৪
শনিবার রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করেছে সিআইডি। ছবি : বাসস

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর সবুজবাগ থানার নন্দীপাড়া ৬ নাম্বার রোড এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় গত ২ অক্টোবর বৃহস্পতিবার গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় সংঘটিত বড় ধরনের একটি ডাকাতির ঘটনায় সিআইডি দ্রুত ছায়া তদন্তের মাধ্যমে ৪৮ ঘণ্টার কম সময়ে রহস্য উদঘাটন করে আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ডাকাতির ঘটনার ছায়া তদন্তের অংশ হিসেবে সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো টিম সিআইডি এলআইসির সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে। 

মামলার ছায়া তদন্ত চলাকালে জানা যায়, ডাকাতরা ওই রাতে ধীরাশ্রমস্থ মো. আব্দুল সোবহান ও তার পরিবারের বসতবাড়িতে প্রবেশ করে ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড, ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত, পা এবং চোখ-মুখ বেঁধে রাখে এবং প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়।

এসময় তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২লাখ ৭৬হাজার ৫৭৫ টাকা মূল্যের মালামাল লুট করে এবং পরিবারের কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাত করে। 

এই ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দ্রুতই এই মামলা সিআইডির অধীনে নেওয়া হবে এবং তদন্ত কার্যক্রম ত্বরান্বিত করা হবে।

অভিযানের সময় মনিরের কাছ থেকে একটি লুণ্ঠিত মোবাইল ফোন, ছয়টি ককটেল, ডাকাতির কাজে ব্যবহৃত ১১টি টর্চলাইট, ও একটি কাটার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি মনিরের বিরুদ্ধে ২টি মামলা রুজু রয়েছে।

আসামিকে ডাকাতির ঘটনার সঙ্গে সহযোগীদের তথ্য উদঘাটন এবং বিস্তারিত তদন্তের জন্য রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য সহযোগী আসামিদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বৈষম্যহীন সমাজ গঠনে মানবতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান : মানবাধিকার কনভেনশনে বক্তারা
সিআইডির ছায়া তদন্তে ডাকাতির রহস্য উদঘাটন ও ডাকাত সর্দার গ্রেফতার
শহিদুল আলম বাংলাদেশের অবিচল মনোবলের এক উজ্জ্বল প্রতীক : প্রধান উপদেষ্টা
নৌপরিবহন উপদেষ্টার সাথে আইএমও’র মহাসচিবের বৈঠক
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
১০