ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘পোলার আইসক্রিম’ ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুর আড়াইটায় বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হবে সানিডেল ও নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়।
একই ভেন্যুতে বিকেল সাড়ে তিনটায় বালিকা বিভাগের ফাইনালে লড়বে ভিকারুননিসা নূন স্কুল ও সানিডেল।
আজ একই ভেন্যুতে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সানিডেল ৩১-১৩ গোলে হারিয়েছে সেন্ট গ্রেগরি স্কুলকে। প্রথমার্ধে ১৫-০৭ গোলে এগিয়ে ছিল সানিডেল।
অপর সেমিফাইনালে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ১৯-১২ গোলে হারিয়েছে ঢাকা গভ. মুসলিম হাইস্কুলকে। প্রথমার্ধে নারিন্দা স্কুল ১১-০৭ গোলে এগিয়ে ছিল।
এদিকে, বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নূন স্কুল ১৭-০২ গোলে হারিয়েছে শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজকে। প্রথমার্ধে ৯-০ গোলে এগিয়ে ছিল ভিকারুননিসা।
অন্য সেমিফাইনালে সানিডেল স্কুল ২৯-০১ গোলে হারিয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। প্রথমার্ধে ১৯-০০ গোলে এগিয়ে ছিল সানিডেল।
আগামীকাল ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মাসুদ ইমাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।