বায়ার্নের সাথে চুক্তি নবায়নের ইঙ্গিত দিলেন কেন

বাসস
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:২৪

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ (বাসস) : বায়ার্ন মিউনিখে আরো কিছুদিন থাকার আগ্রহ দেখিয়েছেন ইংলিশ তারকা হ্যারি কেন। একইসাথে জানিয়েছে এই মুহূর্তে ক্লাব ছাড়ার কোন ইচ্ছা তার নেই।

টটেনহ্যামের সাবেক এই তারকার সাথে বায়ার্নের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সাল পর্যন্ত। সম্প্রতি বার্সেলোনায় তার যাওয়া নিয়ে ট্রান্সফার মার্কেটে জোড় গুঞ্জন রয়েছে। এমনকি আবারো প্রিমিয়ার লিগে ফিরে আসার আভাসও পাওয়া গেছে। 

উত্তর লন্ডনে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের সাথে হাই ভোল্টেজ ম্যাচ খেলবে বায়ার্ন। পরিচিত পরিবেশে ম্যাচ খেলার আগে কেনকে নিয়ে তাই আলোচনাও হচ্ছে একটু বেশী। যদিও তারকা এই স্ট্রাইকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডে ফেরার কোন ইচ্ছা তার নেই। 

ক্যারিয়ারে শীর্ষ গোলদাতা হিসেবে বেশ কিছু ব্যক্তিগত পুরস্কার জয় করেছেন টটেনহ্যামের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। প্রিমিয়ার লিগে তিনবার গোল্ডেন বুটের পাশাপাশি বিশ্বকাপ ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপেও পেয়েছেন গোল্ডেন বুট এ্যাওয়ার্ড। 

২০২৪-২৫ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগা জয়ের মাধ্যমে ক্যারিয়ারে প্রথম কোন বড় শিরোপা জয় করেছেন। ২০২৪ সালে ইউরোপীয়ান গোল্ডেন শ্যু এ্যাওয়ার্ডও লাভ করেছেন। 

আর্সেনালের বিপক্ষে কেনের রেকর্ডও বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত ২১ ম্যাচে করেছেন ১৫ গোল যার মধ্যে রয়েছে ২০২৪ সালে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে করা গোলটি। 

কেন জানিয়েছেন বায়ার্ন মিউনিখে যাবার সিদ্ধান্তটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সিদ্ধান্ত। এ সম্পর্কে কেন বলেন, ‘নতুন একটি লিগের অভিজ্ঞতা নেয়া, তার উপর বায়ার্নের মত একটি দলে খেলতে পারা সত্যিই সৌভাগ্যের। এই দলে না আসলে ইউরোপীয়ান রাত বিশেষ করে জার্মান লিগের পরিবেশ সম্পর্কে জানতে পারতাম না। এটা আমার ক্যারিয়ারের অনেক বড় একটি পদক্ষেপ। এর মাধ্যমে খেলোয়াড় হিসেবে নিজেকে আরো পরিনত করার সুযোগ পেয়েছি। 

ভবিষ্যত প্রসঙ্গে কেন বলেন, ‘আমি অন্য কোন দলের দিকে দেখছি না, কিংবা ভাবছি না। আমি এখানেই খুশী। চুক্তির আর ১৮ মাস বাকি রয়েছে। আমি নিশ্চিত ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কসমোপ্রফ-ভারত ২০২৫ : আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনীতে বাংলাদেশের উপস্থিতি
ফাইন্যান্সিয়াল ক্রাইম প্রতিরোধে সিআইডি-বাংলাদেশ ব্যাংক-এমএফএসের মতবিনিময় সভা
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় সিআইডি-টিকটকের কাঠামোবদ্ধ সমন্বয়ের উদ্যোগ
মুগদায় পিস্তল-গুলি, ম্যাগজিন ও প্রাইভেটকারসহ ৫ জন গ্রেফতার
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা বৃহস্পতিবার
ডিআরইউ লেখক সম্মাননা পেলেন ২৯ সাংবাদিক
ডিসেম্বরে ওয়ান স্টপ ডিজিটাল সার্ভিস ও আধুনিক ল্যান্ডিং পেজ চালু করবে ডিএসই 
হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি নিয়োগে দরখাস্ত আহ্বান করে গণবিজ্ঞপ্তি
একটি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
১০