ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫

ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ (বাসস) : কুইন্টন ডি কক ঝড়ো ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের দ্বিতীয় ম্যাচে গতরাতে দক্ষিণ আফ্রিকা ৫১ রানে হারিয়েছে ভারতকে। টি-টোয়েন্টিতে রান বিবেচনায় ভারতের বিপক্ষে এটিই সবচেয়ে বড় জয় প্রোটিয়াদের। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফিরলো সফরকারীরা। সিরিজের প্রথম ম্যাচে ১০১ রানে জয় পেয়েছিল ভারত। 

চন্ডিগড়ে টস হেরে প্রথম ব্যাট করতে নেমে ৪ ওভারে ৩৮ রান তোলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার ডি কক ও রেজা হেনড্র্ক্সি। জুটিতে মাত্র ৮ রান অবদান রেখে আউট হন হেনড্রিক্স।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক আইডেন মার্করামকে নিয়ে ভারতের বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন ডি কক। 

৪৭ বলে ৮৩ রান যোগ করেন তারা। এরমধ্যে ২৬ বলে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক।

২৬ বলে ২৯ রান করে মার্করাম থামলেও ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন ডি কক। কিন্তু ৯০ রানে পা দিয়েই থেমে যান তিনি। ৪৬ বল খেলে ৫টি চার ও ৭টি ছক্কা মারেন ডি কক। 

দলীয় ১৫৬ রানে ডি কক ফেরার পর পঞ্চম উইকেটে ডোনোভান ফেরেইরা ও ডেভিড মিলারের ২৩ বলে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ ওভারে ৪ উইকেটে ২১৩ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ফেরেইরা ১৬ বলে ৩০ ও মিলার ১২ বলে ২০ রানে অপরাজিত থাকেন। 

জবাব দিতে নেমে ৩২ রানে ৩ উইকেট হারিয়ে পাওয়া প্লেতেই চাপে পড়ে ভারত। মিডল অর্ডারে সতীর্থদের নিয়ে তিন জুটিতে ১২৫ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তিলক ভার্মা। 

১৬ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলে ভারত। কিন্তু ৫ রানে শেষ ৫ উইকেট পতনে ১৬২ রানে গুটিয়ে হার নিয়ে মাঠ ছাড়ে টিম ইন্ডিয়া। তিলক দুই বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে ৩৪ বলে ৬২ রান করেন। 

দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট নেন। এরমধ্যে ইনিংসের ১৯তম ওভারেই ৩ উইকেট শিকার করেন বার্টম্যান। ম্যাচ সেরা হন ডি কক।

আগামী ১৪ ডিসেম্বর ধরমশালায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদির ওপর আক্রমণ নির্বাচনী পরিবেশ বানচালের নীলনকশা : বিএনপি
দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ ৩ কোটি ৩০ লাখ টাকা 
দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা
পিরোজপুরে জাতীয়তাবাদী যুবদলের মিছিল 
ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানায় জামায়াত
সুনামগঞ্জে সুষ্ঠু নির্বাচন নিয়ে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠক
গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক: শিক্ষা উপদেষ্টা
সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ৩ লাখ ৩০ হাজার প্রবাসীর নিবন্ধন 
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার নিন্দা ও প্রতিবাদ শিবিরের
১০