বাসস
  ১০ জানুয়ারি ২০২৩, ১৮:২৪

যুব গেমস : শেষ হলো ফেনী জেলার প্রতিযোগিতা

ফেনী, ১০ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর আন্ত:উপজেলা ফেনী জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষ হয়েছে। আজ ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপনী  অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ-উল হাসান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন পাটোয়ারী ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায়  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবুল কালাম পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুহিন, দীপক চন্দ্র নাথ, ইয়াছিন শরীফ মজুমদার, মো. আবুল হাশেম, মো. নাজিম উদ্দিন মজুমদার প্রমুখ।
সমাপনী দিনে তরুণদের ফুটবলে ফেনী সদর উপজেলা ২-০ গোলে ফুলগাজী উপজেলা দলকে হারিয় চ্যাম্পিয়ন হয় । তরুণীদের ফুটবল ফাইনালে ফেনী সদর উপজেলা ৩-০ গোলে সোনাগাজীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
তরুণদের হ্যান্ডবলে সোনাগাজী উপজেলা দল ৫-০ গোলে  দাগনভূঞা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং তরুণীদের হ্যান্ডবলে ফেনী সদর উপজেলা ৩-০ গোলে দাগনভূঞা উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার হয়।