বাসস
  ১২ জানুয়ারি ২০২৩, ১৭:৩৮

আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া

সিডনি, ১২ জানুয়ারি ২০২৩ (বাসস/ক্রিকইনফো) : আফগানিস্তান ক্রিকেট দলের  বিপক্ষে আগামী মার্চে পুর্ব  নির্ধারিত ওয়ানডে সিরিজটি খেলবে না  অস্ট্রেলিয়া ক্রিকেট দল।  ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে নারী ও শিশু শিক্ষায় তালেবানদের কড়াকড়ি বেড়ে যাওয়ার  প্রতিবাদ হিসেবে  নির্ধারিত দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজটি  বাতিল করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অস্ট্রেলিয়ান সরকারের সাথে আলোচনার পর এই সিদ্ধান্ত নেয় সিএ।
আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। 
আজ এক বিবৃতিতে সিএ জানায়, সম্প্রতি আফগানিস্তানে  মেয়েদের বিশ^বিদ্যালয়ে পড়াশুনা নিষিদ্ধ করায় সিরিজ বাতিলের সিদ্বান্ত নেয়া হয়েছে। 
সিএ জানায়, ‘অস্ট্রেলিয়ান সরকারসহ স্টেকহোল্ডারদের সাথে দীর্ঘ আলোচনার পর আগামী মার্চে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে নির্ধারিত আফগানিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলার সিদ্বান্ত নেওয়া হয়েছে।’
সিএ আরও জানায়, ‘আফগানিস্তানসহ সারা বিশ্বে নারী এবং পুরুষের  খেলা-ধুলার  বিকাশে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ সিএ। আফগানিস্তানের নারী ও মেয়েদের উন্নতির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে জড়িত থাকবে সিএ। এই বিষয়ে সমর্থনের জন্য অস্ট্রেলিয়ান সরকারকে ধন্যবাদ জানাই আমরা।’
দু’বছরে এই নিয়ে দ্বিতীয়বারের মত আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষীক সিরিজ বাতিল করলো অস্ট্রেলিয়া। ২০২১ সালে নারী বিষয়ে তালেবান সরকারের বিতর্কিত নীতির কারণে হোবার্টে একমাত্র টেস্ট বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।
আফগানিস্তানে নারীদের উপর কড়াকাড়ি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিচ।
সিরিজটি আইসিসি সুপার লিগের অন্তর্গত ছিলো। সিরিজটি অস্ট্রেলিয়া বাতিল করায় পূর্ণ ৩০ পয়েন্ট পাচ্ছে আফগানিস্তান। তবে এতে চিন্তার কোন কারন নেই অস্ট্রেলিয়ার। কেননা  এ বছর ভারতে অনুষ্ঠিকতব্য ওয়ানডে বিশ^কাপে সরাসরি খেলার যোগ্যতা  ইতোমধ্যেই অর্জন করেছে অস্ট্রেলিয়া।