বাসস
  ১৫ জানুয়ারি ২০২৩, ২০:২২

যুব গেমস : রাজশাহীতে তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে

ঢাকা, ১৫ জানুয়ারী, ২০২৩(বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’ এর আন্ত:জেলা পর্যায়ের খেলা দেশের অন্যান্য জেলার মত আগামীকাল থেকে রাজশাহীতে শুরু হবে। তিনিটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে  রাজশাহী অঞ্চলের প্রতিযোগিতা।
রাজশাহী জেলা স্টেডিয়ামে তরুণ বিভাগের ৬টি ও তরুণী বিভাগের ৭টি দল নিয়ে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্ট। স্টেডিয়াম সংলগ্ন সুমিং পুলে অনুষ্ঠিত হবে সাঁতার প্রতিযোগিতা। শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিক্স।
পাবনা জিমনেসিয়ামে কারাতে ও জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাবাডি ও দাবা খেলা।
আগামীকাল শুরু হয়ে ২২ জানুয়ারি  পর্যন্ত দেশের ৮টি বিভাগেই এক যোগে অনুষ্ঠিত হচ্ছে  আন্ত:জেলা পর্যায়ের এ প্রতিযোগিতা।
আন্ত:জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ২৪টি ইভেন্টে বিভাগীয় দল গঠন করা হবে। এরপর  আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে  ৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে  চুড়ান্ত পর্ব।