বাসস
  ১৭ জানুয়ারি ২০২৩, ১৮:৫৪

যুব গেমস : ফেনীতে  চারটি  ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ফেনী, ১৭ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে আন্ত:জেলা চট্টগ্রাম পর্বে ফুটবলের প্রথম দিনে  তরুণ ও তরুণী বিভাগে আজ চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  
ফেনীতে  ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে উদ্বোধনী দিনে  তরুণ বিভাগে জয় পেয়েছে  কুমিল্লা, বান্দরবান এবং চট্টগ্রাম জেলা দল। তরুণী বিভাগে জয় পেয়েছে রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম জেলা দল।
তরুণ বিভাগের  খেলায়  কুমিল্লা  টাইব্রেকারে ৫-৪ গোলে রাঙ্গামাটিকে.বান্দরবান ২-০ গোলে  লক্ষীপুরকে এবং চট্টগ্রাম জেলা টাইব্রেকারে ৪-৩ গোলে  নোয়াখালীকে  পরাজিত করে।
তরুণী বিভাগে কুমিল্লা ৩-০ গোলে রাঙ্গামাটিকে  পরাজিত করে।  অপর দুই ম্যাচে বান্দরবান  ও চট্ট্রগাম ওয়াক ওভার পায়।
এর  আগে  ১০টায় বিভাগীয় পর্যায়ে এ  প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গেমস এর উদ্বোধনী অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর  রহমান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাকির হাসান। স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ- সাধারণ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, সদস্য বাহার উদ্দিন বাহার,  আমজাদ হোসেন বিপ্লব, দীপক চন্দ্র নাথ, আবুল কালাম পাটোয়ারী ও মো. আবুল হাশেম।
আগামী ১৯ জানুয়ারি একই ভেন্যুতে ফাইনাল অনুষ্ঠিত হবে।