শিরোনাম
চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ২০২৩ (বাসস) : শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র আন্তঃজেলা ফুটবলে চট্টগ্রাম জেলা (তরুণ) দল টাইব্রেকারে ৪-৩ গোলে নোয়াখালী জেলাকে হারিয়েছে। ফেনীতে ভাষা সৈনিক শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে আজ শুরু হওয়া চট্টগ্রাম বিভাগীয় এ প্রতিযোগিতায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। অন্যদিকে, তরুণী বিভাগে চট্টগ্রাম জেলা ফুটবল দল নোয়াখালী জেলা দলের বিপরীতে ওয়াক ওভার পায়।
এদিকে, চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে কাবাডি (তরুণ) ইভেন্টে কুমিল্লা জেলা ৫৫- ১৮ গোলে কক্সবাজার জেলাকে, চাঁদপুর জেলা ৬০-৩২ গোলে লক্ষ্মীপুর জেলাকে, খাগড়াছড়ি জেলা ৪৪-৩৬ গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে এবং রাঙামাটি জেলা ২০-০ গোলে ফেনী জেলাকে পরাজিত করে।
তরুণী কাবাডিতে রাঙামাটি জেলা ২০-০ গোলে চাঁদপুরকে, ব্রাহ্মণবাড়িয়া ৪৬-১৩ গোলে লক্ষ্মীপুর জেলাকে,
খাগড়াছড়ি ৩৮-১৮ গোলে কক্সবাজার জেলাকে এবং কুমিল্লা জেলা ২০-০ গোলে ফেনী জেলাকে হারিয়েছে।
আগামীকাল কাবাডি (তরুণ ও তরুণী) ২টি সেমি-ফাইনাল ও ফাইনাল খেলা এমএ আজিজ স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।