বাসস
  ১৮ জানুয়ারি ২০২৩, ১৫:৫০

রংপুরকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় সাকিবের বরিশাল

চট্টগ্রাম, ১৮ জানুয়ারি ২০২৩ (বাসস) : হার দিয়ে বাংলাদেশ আসর শুরুর পর প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক  জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নামছে বরিশাল। অন্য দিকে ছন্দে থাকা বরিশালকে হারিয়ে আসরে তৃতীয় জয়ের লক্ষ্য রংপুরের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খেলতে নামবে বরিশাল ও রংপুর।
মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সের কাছে ৬ উইকেটে হেরে বিপিএল শুরু করেছিলো বরিশাল। শুরুতে ধাক্কা খেলেও হাল ছাড়েনি বরিশাল। পরের তিন ম্যাচই জিতে নেয় তারা। রংপুরকে ৬ উইকেটে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ ও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১২ রানে হারায় বরিশাল।
ঢাকায় প্রথম  পর্বে রংপুরকে হারাতে গুরুত্বপুর্ন অবদান রেখেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। বোলিংয়ে ২ উইকেট ও ব্যাটিংয়ে ২৯ বলে ৪৩ রান করেন মিরাজ।
বরিশালের হয়ে ব্যাট হাতে দারুন ফর্মে আছেন সাকিব। ২টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংস ব্যাট করে ১৫৬ রান করেছেন তিনি। এরমধ্যে কুমিল্লার বিপক্ষে ৪৫ বলে ৮ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে  ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। 
বরিশালের বোলিং বিভাগে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন শ্রীলংকার চাতুরাঙ্গা ডি সিলভা ও আফগানিস্তানের করিম জানাত। সাকিবের শিকার ৩টি।
অন্য দিকে কুমিল্লাকে ৩৪ রানে হারিয়ে বিপিএল শুরু করে রংপুর। পরের ম্যাচেই বরিশালের কাছে ৬ উইকেটে হারে উত্তর বঙ্গের দলটি । তবে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পায় রংপুর। খুলনা টাইগার্সকে ৪ উইকেটে হারায় তারা। নিজেদের চতুর্থ ম্যাচে  খুলনার কাছেই আবার  ৯ উইকেটে ম্যাচ হারে রংপুর।
রংপুরের হয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪০ রান করেছেন পাকিস্তানের শোয়েব মালিক। গত ম্যাচে রংপুরকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইনজুরির কারনে মাঠের বাইরে নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহান। বল হাতে  পেসার রবিউল হক সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন। ৫টি উইকেট আছে আরেক পেসার হাসান মাহমুদের।
৪ খেলায় ৩ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে বরিশাল। সমানসংখ্যক ম্যাচে ২টি করে জয়-হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রংপুর।