বাসস
  ১৮ জানুয়ারি ২০২৩, ১৬:৩০

যুব গেমস: রাজশাহীতে আন্ত:জেলা পর্বের উদ্বোধন

রাজশাহী, ১৮জানুয়ারি, ২০২৩(বাসস):  বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র আন্ত:জেলা পর্যায়ে রাজশাহী বিভাগের প্রতিযোগিতা আজ শুরু  হয়েছে।
সকালে রাজশাহী জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার  উদ্বোধন করেন  বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপিস্থিত ছিলেন  রাজশাহী  মেট্রোপলিটন  পুলিশ(আরএমপি) কমিশনার আনিসুর রহমান।এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলা স্টেডিয়ামে তরুণ বিভাগের ৬টি ও তরুণী বিভাগের ৭টি দল  নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল ইভেন্ট।
স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে অনুষ্ঠিত হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে অ্যাথলেটিকস।
পাবনা জিমন্যাসিয়ামে কারাতে ও জয়পুরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কাবাডি ও দাবা খেলা।
গত ১৬ জানুয়ারি শুরু হওয়া দেশের ৮টি বিভাগে এ পর্যায়ের প্রতিযোগিতা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।