বাসস
  ১৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫২

যুব গেমস: ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের অ্যাথলেটিকস অনুষ্ঠিত

ময়মনসিংহ, ১৯ জানুয়ারী, ২০২৩ (বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের আন্তঃজেলা অ্যাথলেটিকস অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনা জেলার ১২৮ জন তরুণ-তরুণী অ্যাথলেট অংশ নেয়।
প্রতিযোগিতায় তরুণদের ১৫০০ মিটার দৌঁড়ে জামালপুরের আসলাম সিকদার ও তরুণী বিভাগে নেত্রকোনর ঝুমা আক্তার প্রথম হয়েছেন। তরুণদের ৮০০ মিটার দৌঁড়ে জামালপুরের আসলাম সিকদার এবং তরুণী বিভাগে ময়মনসিংহের সেফালী প্রথম স্থান লাভ করেন। তরুণদের ৪০০ মিটার দৌঁড়ে নেত্রকোনার হাফিজুর রহমান ও তরুণী বিভাগে শেরপুরের হিমু আক্তার, তরুণদের ২০০ মিটার দৌঁড়ে নেত্রকোনার হাফিজুর রহমান ও তরুণী বিভাগে ময়মনসিংহের স্বপ্না আক্তার, তরুণদের ১০০ মিটার দৌঁড়ে শেরপুরের দেলোয়ার হোসেন ও তরুণী বিভাগে ময়মনসিংহের স্বপ্না আক্তার, তরুণদের লং জাম্পে জামালপুরের ইউসুফ আলী ও তরুণীদের প্রতিযোগিতায় ময়মনসিংহের স্বপ্না আক্তার, তরুণদের হাই জাম্পে শেরপুরের আকাশ মিয়া ও তরুণী বিভাগে ময়মনসিংহের সুফলা খাতুন এবং তরুণদের শটপুটে ময়মনসিংহের মেহেদী এবং তরুণী বিভাগে একই জেলার সুফলা খাতুন প্রথম স্থান লাভ করেছেন।
আগামীকাল ময়মনসিংহ জেলা সুইমিং পুলে অনুষ্ঠিত হবে ময়মনসিংহ বিভাগের আন্ত:জেলা সাতাঁর প্রতিযোগিতা।