বাসস
  ২০ জানুয়ারি ২০২৩, ২১:০৭
আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২১:১৩

যুব গেমস : চট্টগ্রামে আন্ত:জেলা দাবা ও তায়কোয়ানডো প্রতিযোগীতা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২০ জানুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস চট্টগ্রামে আন্ত:জেলা    জলা দাবা ও তায়কোয়ানডো প্রতিযোগিতা শেষ হয়েছে।
আজ  চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে দাবা (তরুন-তরুণী) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে তরুন একক র‌্যাপিডে কক্সবাজারের মো. সাকের উল্লাহ চ্যাম্পিয়ন, ব্রাহ্মণবাড়িয়ার কাজী ইফতেকারউজ্জামান রানার আপ , একক ব্লি-জড ইভেন্টে ক´বাজারের মো. সাকের উল্লাহ  চ্যাম্পিয়ন চট্টগ্রামের তুশিন তালুকদার রানার আপ হয়। দলগত ইভেন্টে চট্টহ্রামের তুশিন তালুকদার, অন্নই দাশ গুপ্ত, আফিফ চৌঃ ইসিন, শাহরিয়ান দেওয়াজী, শুভ্রজিৎ মজুমদার চ্যাম্পিয়ন ও কক্সবাজারের কৈ চিং মারমা, মো. সাকেরউল্লাহ, মো. আবুল কাসেম নূরী, ইমরান বৈয়াতি, ওমর ফারক রানার্সআপ হয়। তরুণী একক র‌্যাপিডে কুমিল্লার নুসরাত জাহান আলো চ্যাম্পিয়ন,চট্টগ্রামের উমনিয়া বিনতে ইউচুফ লুবাবা রানার আপ, তরুণী একক ব্লি-জড ইভেন্টে কুমিল্লার নুসরাত জাহান আলো চ্যাম্পিয়ন, চট্টগ্রামের ওমিনিয়া বিনতে ইউচুফ লুবাবা রানারআপ হন। তরুণী দলগত চ্যাম্পিয়ন হয় চট্টগ্রামের ওমনিয়া  বিনতে ইউচুফ লুবাবা, সানোয়ার আক্তার, রুমাইশা হায়দার, প্রত্যেয় জৈয়তি ববড়–য়া, নাসরিন আক্তর। রানার্সআপ হন কুমিল্লার নুসরাত জাহান আলো, সিমন আহমেদ, ফাতিমা নাওয়ার অত্যয়, অহনা দে, জান্নাত হোসাইন।
এদিকে তায়কোয়ানডো আন্তঃজেলা প্রতিযোগিতায়-৪৫কেজি তরুন ইভেন্টে কুমিল্লার খালিদ চ্যাম্পিয়ন ও ওয়াফিউন রানার আপ হয়। -৪৮কেজি ইভেন্টে কুমিল্লার মাহমুদুন্নবী চ্যাম্পিয়ন ও চট্টগ্রামের হাসান রানারআপ হয়।
আগামীকাল ২১জানুয়ারি ব্যাডমিন্টন তরুণ ও তরুনী প্রতিযোগিতা সকাল ১০:০০ ঘটিকায় এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়ামে অনুষ্ঠিত হইবে।