বাসস
  ২১ অক্টোবর ২০২৪, ১৯:৫৫

প্রথম দিনের নায়ক হয়েও আক্ষেপ তাইজুলের

ঢাকা, ২১ অক্টোবর ২০২৪ (বাসস) : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনের নায়ক টাইগারদের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রথম দিন ৫ উইকেট নিয়েছেন তিনি। সেই সাথে বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ২’শ উইকেট দখলের কৃতিত্ব দেখিয়েছেন তাইজুল। তারপরও প্রথম দিন শেষে আক্ষেপ ঝড়লো তাইজুলের কন্ঠে। কারন ব্যাটিং ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘আসলে রানটা আমাদের কম হয়েছে। আমরা যদি ২২০-২৩০ বা আড়াইশ করতাম তাহলে ভালো অবস্থায় থাকতাম। এখন আমাদের আরও অনেক ভালো করতে হবে। আশা করি পরের ইনিংসে ব্যাটাররা ভালো খেলবে ইনশাল্লাহ।’
বাংলাদেশের ১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে তাইজুলের ঘুর্ণির সামনে পড়ে দক্ষিণ আফ্রিকা। ফলে ১৪০ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসেছে প্রোটিয়ারা। ৪ উইকেট হাতে নিয়ে ৩৪ রানে এগিয়ে থাকলেও স্বস্তিতে নেই সফরকারীরা। দ্বিতীয় দিন যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেওয়ার কথা জানান তাইজুল।
তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি তাদেরকে আটকানো যায়। ইতোমধ্যে তারা কিছু রানের লিড পেয়েছে। তাদেরকে যত তাড়াতাড়ি অলআউট করা যায় আমাদের জন্য ভালো। জুটি বড় হয়ে গেলে আমাদের জন্য কঠিন হয়ে যাবে।’
প্রথম দিন শেষে ১৫ ওভারে ৪৯ রানে ৫ উইকেট নেন তাইজুল। এতে সাকিব আল হাসানের পর দেশের হয়ে টেস্টে ২’শ উইকেট শিকার করেছেন তিনি। ৪৮ ম্যাচে এখন তার শিকার ২০১ উইকেট। নিজের এমন কীর্তি নিয়ে তাইজুল বলেন, ‘আসলে অনুভূতি তো অবশ্যই ভালো। সারা বিশে^ হয়তো অনেক বোলারই আছে যাদের ২’শ উইকেট বা ৩০০-৪০০ আছে। আমাদের দেশে দু’জনের মধ্যে ২’শ উইকেট শিকারের মধ্যে আমি একজন। এটা আসলে গর্ব করার মত।’
এই টেস্টে খেলছেন না অলরাউন্ডার সাকিব। অতীতেও সাকিবকে ছাড়া দল খেলেছে এবং জিতেছে, সেটি মনে করিয়ে দিয়েছেন তাইজুল, ‘সাকিব ভাই নাই, সাকিব ভাই ছাড়া যে আমি খেলি নাই তা তো না। তাকে ছাড়া আমরা নিউজিল্যান্ডে টেস্ট জিতেছি। সাকিব ভাই ছিল না, এমন ম্যাচও আমরা দেশের মাটিতে জিতেছি। এরকম অনেক উদাহরণ আছে। আসলে আপনি তো একটা খেলোয়াড়কে ৫০ বছর খেলাতে পারবেন না। কখনো একজন আসবে, একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, খুব বেশি হলে ২০ বছর। এটা আমাদের মেনে নিতেই হবে। উনি অনেক ভালো খেলোয়াড় এতে কোন সন্দেহ নেই। আমরাও দোয়া করবো, আপনারাও দোয়া করবেন ওনার মতো আরেকজন যেন দলে আসে বা এখন যারা আছে তারাও যেন ভালো পারফরম্যান্স করে।’