ফেব্রুয়ারিতে নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২১:০২

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।

আজ ফাহিম বলেন, ‘ নারী ক্রিকেটটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরেই এ বিষয়ে চিন্তা করছিলো।  সেটা  মাথায় রেখেই  নারী বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’ 

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দু’দল সরাসরি ফাইনালে যাবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে। 

ফাহিম জানান, বিপিএল শেষ হবার পরপরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। আমরা আট/নয় দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করবো। প্রতিটি দল একে অপরের সাথে দু’বার মুখোমুখি হবে। আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এই ফরমেটের টুর্নামেন্ট নারী ক্রিকেটে কি প্রভার ফেলে  আমরা সেটা দেখতে চাই।  আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০