ফেব্রুয়ারিতে নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২১:০২

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।

আজ ফাহিম বলেন, ‘ নারী ক্রিকেটটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরেই এ বিষয়ে চিন্তা করছিলো।  সেটা  মাথায় রেখেই  নারী বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’ 

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দু’দল সরাসরি ফাইনালে যাবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে। 

ফাহিম জানান, বিপিএল শেষ হবার পরপরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। আমরা আট/নয় দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করবো। প্রতিটি দল একে অপরের সাথে দু’বার মুখোমুখি হবে। আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এই ফরমেটের টুর্নামেন্ট নারী ক্রিকেটে কি প্রভার ফেলে  আমরা সেটা দেখতে চাই।  আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০