ফেব্রুয়ারিতে নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২১:০২

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হবার পরপরই ফেব্রুয়ারিতে নারীদের বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, বোর্ড দেখতে চায় এ টুর্নামেন্টটা কেমন হয়।

আজ ফাহিম বলেন, ‘ নারী ক্রিকেটটা কীভাবে আরও এগিয়ে নিয়ে যেতে পারি -বোর্ড কিছুদিন ধরেই এ বিষয়ে চিন্তা করছিলো।  সেটা  মাথায় রেখেই  নারী বিপিএল করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা ভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করবো।’ 

প্রাথমিকভাবে তিনটি দল নিয়ে নারী বিপিএল শুরু করতে আগ্রহী বিসিবি। ডাবল-লিগ পদ্ধতিতে হবে এই প্রতিযোগিতা। তিন দল একে অপরের বিপক্ষে খেলবে। এরপর শীর্ষ দু’দল সরাসরি ফাইনালে যাবে। সবগুলো ম্যাচই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং একজন করে বিদেশি খেলোয়াড়কে খেলার অনুমতি দেওয়া হবে। 

ফাহিম জানান, বিপিএল শেষ হবার পরপরই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা তিনটি দল নিয়ে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করবো। আমরা আট/নয় দিনের মধ্যে টুর্নামেন্ট শেষ করবো। প্রতিটি দল একে অপরের সাথে দু’বার মুখোমুখি হবে। আমরা ইতোমধ্যে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এই ফরমেটের টুর্নামেন্ট নারী ক্রিকেটে কি প্রভার ফেলে  আমরা সেটা দেখতে চাই।  আশা করছি এটা দেশের নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে দুই দিনে ২ হাজার ৭৯৭ মামলা 
আলেম-ওলামাগণ সামাজিক শক্তির উৎস : ধর্ম উপদেষ্টা
১০