মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৫:০৩ আপডেট: : ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:০১

চট্টগ্রাম (উত্তর), ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস): চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন মোটরসাইকেল আরোহী বন্ধু। বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত তিনটার দিকে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী তিন বন্ধু।

নিহতরা হলেন, উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়ার রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)।

নিহত রুবেল বড়ুয়ার বড় ভাই বিপ্লব বড়ুয়া জানান, রুবেল, সানি ও নিপু  বিয়ের নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। তিনজনের লাশ বাড়িতে আনা হয়েছে। সবাই একই পাড়ার বাসিন্দা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, ‘অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মরদেহ নিহত ব্যক্তিদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানা হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের কাছে ২১ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে
যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
রাজধানীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
প্রফেসর ড. এম শমসের আলীর মৃত্যুতে বিআইআইটি’র স্মরণসভা ও দোয়া
জমিয়তের সঙ্গে বৈঠক : শিগগিরই নির্বাচনের স্পষ্ট ঘোষণার আশা বিএনপির
জাতি হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের ত্যাগ বৃথা যেতে দেয়া যাবে না : শিক্ষা উপদেষ্টা
দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে সরকার 
প্রান্তিক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে সমাজসেবা কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ
পাকিস্তানের সঙ্গে সব অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে : তৌহিদ হোসেন
বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেবে : তারেক রহমান
১০