বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। মূলত পরিবারকে  সময় দিতেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পোথাস নিজেই।

সামাজিক যোগাযোগম ধ্যমে নিজের ভেরিফাইড পেইজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন পোথাস।

পোথাস লিখেন, ‘অন্য সব ভালো কিছুর মত অবশ্যই এই অধ্যায়ের শেষ হতে হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সাথে দারুণ সময় কাটিয়েছি। এই পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস তৈরি করেছি এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি।’

তিনি আরও লিখেন, ‘এবার পরিবারকে  সময় দেয়ার পালা এবং দেখি ভবিষ্যতে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের  জন্য একটি সুন্দর বছর কামনা করছি। সবাই  মিস করব।’

পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীসও। তিনি জানান, পারিবারিক কারণ উল্লেখ করেছেন পোথাস।

নাফীস বলেন, ‘চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিল, কিন্তু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তার পদত্যাগ কার্যকর হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০