বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫১
বাংলাদেশের সহকারী কোচের পদ ছাড়লেন পোথাস

ঢাকা, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করলেন নিক পোথাস। মূলত পরিবারকে  সময় দিতেই তার এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন পোথাস নিজেই।

সামাজিক যোগাযোগম ধ্যমে নিজের ভেরিফাইড পেইজে পোস্টের মাধ্যমে বাংলাদেশের কোচিং প্যানেল থেকে পদত্যাগের ঘোষণা দেন পোথাস।

পোথাস লিখেন, ‘অন্য সব ভালো কিছুর মত অবশ্যই এই অধ্যায়ের শেষ হতে হতো। বিসিবিতে কিছু অসাধারণ মানুষের সাথে দারুণ সময় কাটিয়েছি। এই পথচলায় অনেক রেকর্ড ভেঙেছি, ইতিহাস তৈরি করেছি এবং অসাধারণ স্মৃতি তৈরি করেছি।’

তিনি আরও লিখেন, ‘এবার পরিবারকে  সময় দেয়ার পালা এবং দেখি ভবিষ্যতে কি আছে। বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকের  জন্য একটি সুন্দর বছর কামনা করছি। সবাই  মিস করব।’

পোথাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীসও। তিনি জানান, পারিবারিক কারণ উল্লেখ করেছেন পোথাস।

নাফীস বলেন, ‘চুক্তি ২০২৬ সাল পর্যন্ত ছিল, কিন্তু পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে তার পদত্যাগ কার্যকর হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০