সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উল্লাপাড়া উপজেলা

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২০:৫৭
সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উল্লাপাড়া উপজেলা : ছবি-বাসস

ঢাকা, ১৭ জানুয়ারি ২০২৫ (বাসস) : সিরাজগঞ্জে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে উল্লাপাড়া উপজেলা। 

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এই শ্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে আজ সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠিত হয় আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে। ফাইনালে উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে হারিয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলাকে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধান, যুব ও ক্রীড়া  মন্ত্রণালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সকাল নয়টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে  এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতি রায়। 

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সহকারী কমিশনার মো. ফজলে রাব্বি, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহী, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, তাড়াশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ খান হাসান, ভলিবল সংগঠক রাশেদ কবীর চান্দু, আব্দুল্লাহ,ক্রীড়া সংগঠক আলামিন সেখ ,হাফিজুর রহমান প্রমুখ।

সিরাজগঞ্জ সদর, শাহজাদপুর, উল্লাপাড়া, কাজিপুর, কামারখন্দ, বেলকুচি, চৌহালী ও রায়গঞ্জ নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টে অংশ নেয়।

উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ সদর উপজেলা ২-১ সেটে শাহজাদপুর উপজেলাকে হারায়। 

শেষ বিকালে টানটান উত্তেজনাপূর্ন ফাইনালে সিরাজগঞ্জ সদর উপজেলাকে ২-০ সেটে হারিয়ে শিরোপা জিতে উল্লাপাড়া উপজেলা। 

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহী ও প্রেসক্লাবের সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাস ও অপরাধ দমনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান লালমনিরহাট পুলিশ সুপারের
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী কর্তৃক পরিচালিত কার্যক্রম
গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি
চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
সিলেটে নতুন করে চারজনের শরীরে ডেঙ্গু শনাক্ত
তরুণদের নেতৃত্বেই গঠিত হবে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ : খুবি উপাচার্য
পুলিশের ঊর্ধ্বতন ১৮ কর্মকর্তাকে বদলি
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়ায় বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
শেখ হাসিনা শেরপুরের উন্নয়নে কোনো কাজই করেনি : নাহিদ ইসলাম
১০