শিরোনাম
লিভারপুল, ২১ জানুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : মৌসুমের শেষে আরো কিছুদিনের জন্য রবার্তো ফিরমিনো ও জেমস মিলনারের চুক্তি বৃদ্ধির আশা করছেন লিভারপুল বস জার্গেন ক্লপ।
৩১ বছর বয়সী ফিরমিনো কোচ ক্লপের অধীনে লিভারপুলের প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্রাজিলিয়ান এই উইঙ্গার এবারের মৌসুমে ২১ ম্যাচে ৯ গোল করেছেন। কিন্তু ডারউইন নুনেজ ও কোডি গাকপো দলে আসায় মূল দলে তার জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ কারনেই ক্লাবের সাথে দীর্ঘমেয়াদে চুক্তিতে ফিরমিনোর রাজী হওয়া নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে।
এ সম্পর্কে ক্লপ বলেছেন, ‘ফিরমিনো এখানকার পরিস্থিতি সম্পর্কে জানে। সে জানে আমাদের পরিকল্পনায় সবসময়ই সে আছে। লিভারপুলের জন্য সত্যিকার অর্থেই তার গুরুত্ব অপরিসীম। তার মত একজন ফুটবলার দলের কঠিন পরিস্থিতিতে সব সময়ই প্রয়োজন। সে দলে থাকলে লিভারপুলের চেহারাই পাল্টে যায়। নি:স্বার্থ একজন খেলোয়াড় হিসেবে সে মাঠে খেলে যায়। এই ধরনের অসাধারণ খেলোয়াড় সবসময় পাওয়া যায়না। আমি জানি না তার ভবিষ্যত পরিকল্পনা কি। হতে পারে অন্য কোন ক্লাব তাকে আরো ভাল প্রস্তাব দিয়ে রেখেছে।’
কিছু কিছু অভিজ্ঞ খেলোয়াড় সম্পর্কে দলের মানসিকতার পরিবর্তণ ঘটেছে, এমন দাবীর প্রতি অবশ্য ক্লপ সরাসরি কোন মন্তব্য করতে রাজি হননি। কিন্তু তিনি বিশ^াস করেন ৩৭ বছর বয়সী মিলনারের সামনে মাঠ ও মাঠের বাইরে অনেক প্রস্তাব রয়েছে।
এ সম্পর্কে ক্লপ বলেন, ‘এটা ভাবার কোন অবকাশ নেই যে মিলনার এই বয়সে এক মৌসুমে ৬৪টি ম্যাচ খেলবে। কিন্তু এটাও ঠিক যে মৌসুমের এই ৬৪ ম্যাচেই মিলনারের উপস্থিতি গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত যে ক্লাব তার গুরুত্ব বুঝবে এবং সঠিক সময়ে তাকে দলের প্রয়োজনে কাজে লাগাবে। একইসাথে তার মানসিকতাও ব্যবহার করবে, কারন সত্যিকার অর্থেই এটি অন্য সকলের তুলনায় মিলনারের বিশেষ এক গুন।
আমাদের দলে হয়তোবা আরো বেশ কিছু ফ্যান্সি খেলোয়াড় রয়েছে। কিন্ত মিলনারের সাথে তাদের কোন তুলনা হয়না। এ কারনেই মিলনারের মূল্য আমাদের কাছে অতুলনীয়।’