বাসস
  ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:২৭

‘বাচ্চা’ রাজাকে কটাক্ষ আকরামের

করাচি, ২৯ জানুয়ারি ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ রাজাকে নিয়ে কটাক্ষ করলেন দেশটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। আকরামের দৃষ্টিতে রাজা বোর্ড প্রধান হবার যোগ্যই ছিলেন না।
সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে আকরাম বলেন , এক ‘বাচ্চা’ পিসিবি পরিচালনা করতে এসেছিলো কিন্তু বাধ্য হয়ে তার আসল জায়গায় ফিরে গেছে।
ক্রিকেট পাকিস্তান ওয়েবসাইটকে  আকরাম বলেন, ‘ছয়দিনের জন্য এসেছিলো, এখন আবার নিজের জায়গায় ফিরে গিয়েছে। নাজাম শেঠির অভিজ্ঞতা আছে। আমি মনে করি, ক্রিকেটারদেরই পিসিবির চেয়ারম্যান হতে হবে-এটা ভুল ধারনা। এটা প্রশাসনিক কাজ, অন্যান্য  সকল বোর্ডের সাথে সঠিকভাবে যোগাযোগ রাখতে হয়। এ কাজের জন্য উপযুক্ত মেঠি। এতে কেউ রেগে গেলে আমার কিছু যায় আসে না।’
চলতি বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হলে  ভারত খেলবে না- চিরপ্রতিদ্বন্দি দেশটির  বোর্ডের কাছ তেকে এটি শোনার  পর ক্ষেপেছিলেন রাজা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) এক হাত নিয়ে রাজা বলেছিলেন, এশিয়া কাপ খেলতে ভারতীয় দল  যদি পাকিস্তানে না আসে, তাহলে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান।’
রাজার পরিবর্তে  পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর এ বিষয়ে শেঠি  বলেছিলেন, পাকিস্তানে আসা বা ভারতে যাওয়া, সব কিছুই নির্ভর করে নিজ-নিজ দেশের সরকারের উপর। আগামী ৪ ফেব্রুয়ারি এই বিষয় নিয়ে ভারতী সাথে আলোচনা হবে।
চেয়ারম্যানের এমন বক্তব্য  স্মরণ করিয়ে দিয়ে আকরাম বলেন, ‘শেঠি খুব ভদ্রস্থ উত্তর দিয়েছেন। দু’দেশের সরকারের উপরেই সবকিছু নির্ভর করে। বোর্ডগুলোর সাথে ভালোভাবে কথা বলতে হবে। এটা গলির ক্রিকেট নয়, তুমি এখানে খেলতে না এলে আমিও তোমার দেশে যাবো না। জানি না পাকিস্তানের ক্রিকেট চালাতে এ রকম বাচ্চারা কোথা থেকে চলে আসে।’