বাসস
  ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:২৩

হ্যান্ডবল : জয় পেয়েছে আইডিয়ালস ও মনসুর স্পোর্টিং

ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৩ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগে আজ  জয় পেয়েছে ওল্ড আইডিয়ালস ও মনসুর স্পোর্টিং ক্লাব। 
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে  দিনের প্রথম ম্যাচে  ওল্ড আইডিয়ালস ৪৫-২১ গোলে পূর্বাচল পরিষদকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৫-১১ গোলে এগিয়ে ছিলো।
একই ভেন্যুতে দিনের  দ্বিতীয় ম্যাচে  মনসুর স্পোর্টিং ক্লাব ৩৬-৩১ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২০-১৭ গোলে এগিয়ে ছিলো।
আগামীকাল তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর আড়াইটায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে সতীর্থ ক্লাব। বিকেল ৩টা ৪৫ মিনিটে স্টার স্পোর্টস বনাম পূর্বাচল পরিষদ এবং পাঁচটায় অনুষ্ঠিত হবে ওল্ড আইডিয়ালস বনাম মনসুর স্পোর্টিং ক্লাবের ম্যাচ।