শিরোনাম
সিলেট, ৩১ জানুয়ারি ২০২৩ (বাসস) : পঞ্চম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ।
আজ বিপিএলের নবম আসরের ৩১তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে মাঠে নেমে শততম ম্যাচ খেলার কীর্তি গড়েন ফরচুন বরিশালের মাহমুদুল্লাহ।
মাহমুদুল্লাহর শততম ম্যাচে ঢাকার কাছে ৫ উইকেটে হার মানে বরিশাল। দল না জিতলেও ব্যাট হাতে রান পেয়েছেন মাহমুদুল্লাহ। ৪টি চার ও ২টি ছক্কায় ২৭ বলে ৩৯ রান করেন তিনি। তার ব্যাটিং নৈপুন্যে ৮ উইকেটে ১৫৬ রানের লড়াকু পুঁিজ পেয়েছিলো ঢাকা।
মাহমুদুল্লাহর আগে বিপিএলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও মাশরাফি বিন মর্তুজা। চলমান বিপিএলেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।
বিপিএলে এখন পর্যন্ত ১০০ ম্যাচে ২২০০ রান ও ৪৬ উইকেট নিয়েছেন মাহমুুদুল্লাহ।