শিরোনাম
ঢাকা, ৩১ জানুয়ারি ২০২৩ (বাসস) : মহিলা কাবাডি করপোরেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা টুয়েলভ। মঙ্গলবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২৩-২২ পয়েন্টে টেকনো মিডিয়াকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে। বিজয়ীরা প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল।
ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে ১০-১ পয়েন্টে পিছিয়ে পড়া টেকনো মিডিয়া ক্রমেই প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসে প্রথমার্থ শেষ করে ১২-১৪ পয়েন্টে। বিরতির পর তীব্র হয় দুই দলের লড়াই। জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় টেকনো অধিনায়ক স্মৃতি আক্তার ও কচি রানী মন্ডলের নৈপূণ্যে ২৯ মিনিটের সময় দলকে নিয়ে আসেন ২২-২২ পয়েন্টের সমতায়। তবে ১১ সেকেন্ড বাকি থাকতে টেকনো মিডিয়ার সোমা রেইড দিয়ে ফেরার পথে পারসু করেন ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী। সোমা নিজেকে রক্ষা করতে পারলেও রেখার হাত ছুঁয়ে যায় টুর্নামেন্টের সেরা ক্যাচার রূপালী আক্তারকে। ফলে রেখা নিজের কোর্টে ফিরে আসতেই শুরু হয়ে যায় ঢাকা টুয়েলভের চ্যাম্পিয়ন উৎসব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক ও ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।