শিরোনাম
বার্সেলোনা, ১ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : বার্সেলোনা ছেড়ে স্পোর্টিং লিসবনে যোগ দিয়েছেন স্প্যানিশ রাইট-ব্যাক হেক্টর বেলেরিন। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে দলবদলের এই তথ্য উভয় ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
স্পোর্টিং জানিয়েছে বর্তমান মৌসুমের শেষ পর্যন্ত বেলেরিনের সাথে তাদের চুক্তি হয়েছে। কোন ক্লাবই অবশ্য চুক্তির বিস্তারিত কোন বিষয় প্রকাশ করেনি।
বার্সেলোনার একাডেমী থেকে মাত্র ১৬ বছর বয়সে আর্সেনালে যোগ দিয়েছিলেন বেলেরিন। লন্ডনের ক্লাবটির পক্ষে এ পর্যন্ত খেলেছেন ২৪০টি ম্যাচ। এবারের মৌসুমের শুরুতে ফ্রি-এজেন্ট হিসেবে তিনি বাসর্লোনায় ফিরে এসে মূল দলে জায়গা করে নিতে পারেননি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাভি বলেছিলেন, ‘আরো ম্যাচ খেলার লক্ষ্যে বেলেরিন বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। তার বিষয়টা আমি বুঝতে পেরেছি।