বাসস
  ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:০৪

মেক্সিকোর কোচ হতে চান বিয়েসলা

লন্ডন, ১ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ভবিষ্যতে মেক্সিকো জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন  লিডস ইউনাইটেডের সাবেক কোচ মার্সেলো বিয়েসলা। 
কাতার বিশ্বকাপে হতাশাজনক পারফরমেন্সে পর জেরারডো মার্টিনোকে বরখাস্ত করার পর মেক্সিকো এখনো কোন নতুন কোচ নিয়োগ দেয়নি। এই পদে তিনজনের নাম জোড়েসোড়ে শোনা যাচ্ছে। তারা হলেন, বিয়েসলা, মিগুয়েল হেরেরা ও গুইলারমো আলমাডা। সম্প্রতি মেক্সিকান ফুটবল ফেডারশেনের স্পোর্টস ডিরেক্টর রডরিগো আরেস ডি পারগা এক সাক্ষাতকারে কোচ নিয়োগে নতুন নাটকের জন্ম দিয়েছেন। আলোচনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার একটি নতুন দিক দেখা যেতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। বিয়েসলাই অবশ্য এই পদের জন্য অনেকটাই এগিয়ে রয়েছেন। তবে আর্জেন্টাইন এই কোচের সুস্পষ্ট পরিকল্পনার উপরও অনেক কিছু নির্ভর করছে। 
এদিকে ফ্রাংক ল্যাম্পার্ড বরখাস্ত হবার পর এভারটনের নতুন কোচ হিসেবে বিয়েসলার নিয়োগের বিষয় নিয়ে জোড় আলোচনা শুরু হয়েছিল। যদিও শেষ পর্যন্ত এভারটন বার্নালির কোচ সিন ডায়চেকে তাদের নতুন প্রধান কোচ হিসেবে গতকাল নিয়োগ দিয়েছে।