বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৭

হ্যান্ডবল : পঞ্চম দিনে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের জয়

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস): বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং মৌসূমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট) এর পৃষ্ঠপোষকতায় কিউট ১ম বিভাগ হ্যান্ডবল লিগে আজ পঞ্চম দিনে  সহজ জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব।
পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তাপহীন  একমাত্র ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ৩৬-২৫ গোলে স্টার স্পোর্টসকে পরাজিত করে। অবশ্য প্রতিদ্বন্দ্বিতাপুর্ন প্রথমার্ধে বিজয়ীরা এগিয়ে ছিলো মাত্র ১৩-১২ গোলে।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামীকাল শুক্রবার বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। 
সমাপনি দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দুইটায় মনসুর স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে পূর্বাচল পরিষদ। বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ওল্ড আইডিয়ালস ক্লাব বনাম ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ।