শিরোনাম
রাঙ্গামাটি, ২ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’র রাঙ্গামাটি পর্ব আজ সম্পন্ন হয়েছে।
রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শফিউল আজম।
রাঙ্গামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার ১০ উপজেলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী অ্যাথলেটরা অংশ নেয়।
প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান পাওয়া এ্যাথলেটরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।