শিরোনাম
বার্লিন, ৮ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : কাতার বিশ্বকাপের ঠিক আগে হাঁটুর ইনজুরিতে আক্রান্ত হবার পর প্রথমবারের মত মঙ্গলবার অনুশীলনে ফিরেছেন আরবি লিপজিগ ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু।
টুইটারে পোস্ট করা ক্লাবের এক ভিডিওতে দেখা গেছে প্রচন্ড ঠান্ডার মধ্যে এনকুকু অনুশীলনে ব্যস্ত রয়েছেন। এসময় তিনি ক্যামেরার সামনে এসে বলেছেন, ‘অবশেষে ফিরলাম।’
ইনজুরির পর প্রথমবারের মত দলের অন্যদের সাথে কয়েকটি সেশনে অংশ নিয়েছেন লিপজিগের সর্বোচ্চ গোলদাতা। ওয়ার্ম-আপের পাশাপাশি হালকা কিছু স্ট্রেচিং করলেও পূর্নাঙ্গ অনুশীলনে অংশ নেননি তিনি।
আগামী ২২ ফেব্রুয়ারি ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ম্যাচ খেলবে লিপজিগ। সেই ম্যাচের আগে এনকুকুর দলে ফেরা নি:সন্দেহে সকলকে আত্মবিশ্বাসী করে তুলেছে।
বিশ্বকাপের প্রস্তুতির সময় এনকুকু হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে পড়ে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন। নভেম্বর থেকে কার্যত তিনি মাঠের বাইরে রয়েছেন। এখনো পর্যন্ত ১২ গোল করে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন এনকুকু।