বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০২

আল হিলালকে পরাজিত করে রেকর্ড পঞ্চমবারের মত ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ

রাবাত, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : সৌদি আরবের ক্লাব আল হিলালকে ফাইনালে ৫-৩ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে এটা রিয়ালের রেকর্ড পঞ্চম শিরোপা।
মরক্কোতে অনুষ্ঠিত ফাইনালে ভিনিসিয়াস জুনিয়র ও ফেডে ভালভার্দে দুটি করে গোল করেছেন। এছাড়া স্কোরশিটে আরো নাম লিখিয়েছেন করিম বেনজেমা। ইনজুরি কাটিয়ে দলে ফিরে বেনজেমা গোল করার কৃতিত্ব দেখালেন। কার্লো আনচেলত্তির দল কাল অল আউট ফুটবল খেলে প্রতিপক্ষের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলো। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী হিসেবে ক্লাব বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল গ্যালাকটিকোরা। রাবাতের প্রিন্স মোলে আব্দেল্লাহ স্টেডিয়ামে এই শিরোপা জয়ের মাধ্যমে মৌসুমে দ্বিতীয় ট্রফি ঘরে তুললো আনচেলত্তির দল। এর আগে আগস্টে ইউরোপীয়ান সুপার কাপ জয় করেছিল রিয়াল। 
এই শিরোপার মাধ্যমে লা লিগায়ও নিজেদের এগিয়ে নেবার ব্যপারে অনুপ্রেরণা খুঁজে পেল লস ব্লাঙ্কোসরা। এই মুহূর্তে তারা চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে বার্সার কাছে পরাজিত হয়েছিল রিয়াল। 
এর আগে মাদ্রিদ ১৯৬০, ১৯৯৮ ও ২০০২ সালে তিনটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করেছিলেন রিয়াল।  ইউরোপীয়ান ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত এই ইন্টারকন্টিনেন্টাল কাপ পরবর্তীতে ২০০৫ সালে ক্লাব বিশ^কাপ হিসেবে পরিচিতি লাভ করে।
কাল ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘আমরা খুবই খুশী। বিশ^ চ্যাম্পিয়নশীপে এনিয়ে অষ্টম শিরোপা জয় করলো মাদ্রিদ। এটাই আমাদের পরিচয়। একটি ভাল ম্যাচ উপহার দিতে পেরে আমরা দারুন খুশী। আমি মনে করি আক্রমনভাগে ভিনি, বেনজেমা ও ভালভার্দে দারুন খেলেছে।’
উরুর ইনজুরির কারনে সেমিফাইনালে আল আহলির বিরুদ্ধে খেলতে না পারা বেনজেমাকে মূল একাদশে ফিরিয়ে এনেছিলেন আনচেলত্তি। যে কারনে বদলী বেঞ্চে থাকতে হয়েছে রডরিগোকে। ৩৫ বছর বয়সী ফরাসি এই স্ট্রাইকার ভিনিসিয়াসের প্রথম গোলের যোগানদাতা ছিলেন। ১৩ মিনিটে বেনজেমার শর্ট পাসে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস রিয়ালকে এগিয়ে দেন। বর্ণবাদের  শিকার হয়ে স্পেনে হতাশাজনক সময় কাটানো ভিনি মরক্কোকে নিজেকে দারুনভাবে ফিরে পেয়েছেন, একইসাথে এখানে খেলাটাও উপভোগ করেছেন। মাদ্রিদের দুটি ম্যাচেই তিনি গোল পেয়েছেন, হয়েছেন টুর্ণামেন্টের সেরা খেলোয়াড়। আনচেলত্তি বলেন, ‘আমরা ভিনিকে নিয়ে আনন্দিত। কারন সে ক্রমেই উন্নতি করছে। ক্রমেই সে আমাদের দলে অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়ে পরিনত হচ্ছে। প্রায় প্রতিটি ম্যাচেই সে গোল করছে এবং সেই গোলগুলোই প্রতিপক্ষের থেকে আমাদের পার্থক্য গড়ে দিচ্ছে। আমরাও মাঠে নিজেদের প্রতিদিনই ফিরে পাচ্ছি। বেনজেমা, এডার মিলিটাও, থিবো কোর্তোয়াদের ইনজুরিতে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলাম। এই ট্্রফি মৌসুমের বাকি সময়ের জন্য আমাদের অনুপ্রেরণা যোগাবে
১৮ মিনিটে ডিফেন্ডার আলি আলবালাহির পায়ের নীচ দিয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন ভালভার্দে। পোর্তোর সাবেক স্ট্রাইকার মুসা মারেগা ২০২১ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের হয়ে ২৬ মিনিটে এক গোল পরিশোধ করেন। ইউক্রেনিয়ান গোলরক্ষক আন্দ্রি লুনিন কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়ালের মূল দলে জায়গা করে নিয়েছেন। এই গোলের পর কিছু সময়ের জন্য সৌদি আরবের দলটি রিয়ালের উপর চড়াও হয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে মাদ্রিদ আবারো ছন্দে ফিরে আসে। ৫৪ মিনিটে ভিনিসিয়াসের অসাধারণ ক্রসে বেনজেমা রিয়ালের হয়ে তৃতীয় গোলটি করেন। উরুগুইয়ান মিডল্ডিার ভালভার্দে ডিফেন্ডার ডানি কারভাহালের সহায়তায় নিজের দ্বিতীয় গোল করলে চার মিনিট পর রিয়াল ৪-১ গোলে এগিয়ে যায়। এ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার লুসিয়ানো ভিয়েত্তোর গোলে আল হিলাল ব্যবধান কমানোর সুযোগ পায়। কিন্তু দুর্দান্ত স্ট্রাইকে ভিনিসিয়াস ৬৯ মিনিটে আবারো রিয়ালের হয়ে গোলের ব্যবধান বাড়ান। ম্যাচ শেষের ১০ মিনিট আগে মারেগার একটি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। তার আগে অবশ্য ভিয়েত্তো দ্বিতীয় গোল করে আল হিলাল শিবিরে কিছুটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন।
এশিয়ান কনফেডারেশনের দলটি কখনই ক্লাব বিশ^কাপের শিরোপা জয় করেনি। ২০১২ সালে ব্রাজিলের কোরিন্থিয়ান্স শিরোপা জয়ের পর ইউরোপীয়ান কোন দলের কাছে সবকটি শিরোপা এসেছে। 
এর আগে মিশরের আল আহলিকে ৪-২ গোলে হারিয়ে  টুর্নামেন্টের তৃতীয় স্থান লাভ করেছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো।