শিরোনাম
মিলান, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : রোববার তলানির দল ক্রিমোনেসের বিরুদ্ধে ৩-০ গোলে জয়ী হয়ে সিরি-এ টেবিলে আরো এগিয়ে গেছে নাপোলি। এই মুহূর্তে নাপোলি দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলানের থেকে ১৬ পয়েন্টে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছে। প্রায় তিন দশকেরও বেশী সময় পর ইতালিয়ান লিগ শিরোপা জয়ে নাপোলিই এখন হট ফেবারিট।
মৌসুম শেষের দিন যতই ঘনিয়ে আসছে ততই নাপোলির ৩৩ বছরের অপেক্ষার অবসান হচ্ছে। ঘরের মাঠ স্তাদিও ম্যারাডোনাতে আরো একবার লুসিয়ানো স্পালেত্তির দলের ব্যবধান গড়ে দিয়েছেন কাভিচা কাভারাটসখেইলা ও ভিক্টর ওশিমেন। নিজের ২২তম জন্ম দিনে উইঙ্গার জর্জিয়ান কাভারাটসখেইলা ২২ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে নাপোলিকে এগিয়ে দেন। ৬৫ মিনিটে ওশিমেন লিগে ১৭তম গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচ শেষের ১১ মিনিট আগে এলিফ এলমাস দলের হয়ে তৃতীয় গোলটি করেন।
এ নিয়ে সিরি-এ লিগে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করলো নাপোলি। ম্যাচ শেষে নাপোলি কোচ স্পালেত্তি বলেছেন, ‘এই শহরটি সবসময়ই আমাদের মনে একটি কথাই স্মরণ করিয়ে দেয়, যেকোন মূল্যে জয়ী হয়ে মাঠ ছাড়তে হবে। আমরা এখন প্রতিটি ম্যাচের উপর গুরুত্ব দিচ্ছি। ম্যাচ-বাই-ম্যাচ এগিয়ে যাবার চেষ্টা করছি। আমাদের একথা চিন্তা করলে চলবে না লিগ শেষ হয়ে গেছে। আমরা যেন কোনভাবেই আত্মতুষ্টিতে না ভুগি। এ ব্যপারে সকলকে সতর্ক থাকতে হবে।’
ক্রিমোনেস ১৯৯৬ সালের পর এখনো সিরি-এ লিগে জয়ের অপেক্ষায় আছে। সম্প্রতি নিয়োগ পাওয়া কোচ ডেভিড বালারডিনির অধীনে আরো একটি ছন্দহীন পারফরমেন্সে আরো যেন নীচের দিকেই নেমে যাচ্ছে ক্রিমোনেস। এই একই মাঠে গত মাসে নাপোলিকে ইতালিয়ান কাপ থেকে বিদায় করে দিয়ে বিস্ময় সৃষ্টি করেছিল ক্রিমোনেস। কালও ম্যাচের শুরুটা ভালই করেছিল। কিন্তু কাভারাটসখেইলা লিগের নবম গোল করে নাপোলিকে এগিয়ে দেবার পর ক্রিমোনেস আর দাঁড়াতেই পারেনি। ওশিমেন তার স্বাভাবিক ফর্ম কাল দেখাতে পারেননি। এজন্যই গোলের জন্য ৬৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিম মিন-জাইর কর্ণার থেকে ওশিমেন ব্যবধান দ্বিগুন করেন। বদলী খেলোয়াড় এলমাসের গোলে ৭৯ মিনিটে নাপোলির বড় জয় নিশ্চিত হয়। এলমাসের মৌসুমে
এটি ষষ্ঠ গোল।
আরেক ম্যাচে ঘরের মাঠে ফিওরেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে কোনমতে পরাজয়ের হাত থেকে রক্ষা পেয়েছে জুভেন্টাস। ৮৯ মিনিটে গায়েটানো কাস্ট্রোভিলির গোল অল্পের জন্য অফসাইডের কারনে বাতিল না হলেও ফিওরিন্টেনা হয়তোবা ম্যাচে সমতা ফেরাতে পারতো। এ্যাঞ্জেল ডি মারিয়ার নিখুঁত ক্রস থেকে ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন রাবোয়িত ৩৪ মিনিটে তুরিনের জায়ান্টদের এগিয়ে দেন। মৌসুমে এটি তার চতুর্থ গোল। এই জয়ে জুভেন্টাস টেবিলের নবম স্থানে উঠে এসেছে। অবৈধ ট্রান্সফার ইস্যুতে ১৫ পয়েন্ট কেটে নেবার পর থেকে নিজেদের টেনে তুলতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা। এই মুহূর্তে সর্বশেষ ইউরোপীয়ান পজিশন ষষ্ঠ স্থানে থাকা ল্যাজিওর থেকে ১০ পয়েন্ট পিছিয়ে আছে জুভেন্টাস। আলেগ্রি বলেছেন, ‘শাস্তির হতাশা থেকে বেরিয়ে আসতে আমাদের কিছুটা সময় লাগবে। এখন প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
মোঞ্জার সাথে সমান ২৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস টেবিলের নবম স্থানে রয়েছে। টানা আট ম্যাচে অপরাজিত মোঞ্জা কাল ১-০ গোলে বোলোনিয়াকে পরাজিত করেছে।