শিরোনাম
কেপ টাউন (দক্ষিণ আফ্রিকা), ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/ওয়েবসাইট) : ব্যাটারদের ব্যর্থতায় হার দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ।
গতরাতে বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা নারী দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বিশ^কাপে এই নিয়ে টানা ১৩তম ম্যাচে পরাজিত হলো বাংলাদেশ।
কেপ টাউনে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ওভারেই ২টি চার মারেন বাংলাদেশের ওপেনার শামীমা সুলতানা। তবে রানের খাতা খোলার আগে দ্বিতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন আরেক ওপেনার মুরশিদা খাতুন।
পাওয়ার-প্লের সুবিধা নিয়ে দ্বিতীয় উইকেটে ২১ বলে ২৮ রান যোগ করেন শামীমা ও সোবহানা মোস্তারি। পঞ্চম ওভারের চতুর্থ বলে নামের পাশে ২০ রান রেখে বিদায় নেন ১৩ বলে চার বাউন্ডারি হাকানো শামীমা।
পঞ্চম ওভারে ৩৬ রানে ২ উইকেট হারালেও, মোস্তারি-অধিনায়ক নিগার সুলতানার হাত ধরে পাওয়ার প্লেতে ৪৮ রান পায় বাংলাদেশ। পাওয়ার-প্লেতে শামীমা ৪টি-মোস্তারি ৫টি ও নিগার ১টি চার মারেন।
১০ম ওভারে ব্যক্তিগত ২৯ রানে আউট হওয়ার আগে ৫টি চারে ৩২ বলে ২৯ রান করেন মোস্তারি। তৃতীয় উইকেটে মোস্তারি-নিগার ৩১ বলে ৩৫ রান যোগ করেন।
সাবধানে খেলতে থাকা নিগার থামেন ১৬তম ওভারে। ১টি চারে ৩৪ বলে ২৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
দলীয় ৯৫ রানে নিগারের আউটের পর শেষ দিকে দ্রুত রান তুলতে পারেনি বাংলাদেশের পরের দিকে ব্যাটাররা। পাওয়ার-প্লের পর বাংলাদেশের ইনিংসে আর কোন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হয়নি। প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৭২ রান এলেও পরের ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৪ রান তুলে পারে বাংলাদেশ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে নারী টি-টোয়েন্টি বিশ^কাপে নিজেদের সর্বোচ্চ ১২৬ রানের পুুঁজি পায় বাংলাদেশ। আগেরটি ছিল ২০২০ সালে অস্ট্রেলিয়ার পার্থে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ১২৪ রান।
জয়ের জন্য ১২৭ রানের লক্ষে খেলতে নেমে শুরুতেই বাংলাদেশী বোলারদের তোপে পড়ে শ্রীলংকা। পেসার মারুফা আকতারের তোপে ২৫ রানে ৩ উইকেট হারায় লংকানরা। ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবারের মত আক্রমনে এসেই উইকেটের দেখা পান মারুফা। এরপর ইনিংসের পঞ্চম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট শিকার করেন তিনি। মারুফার তোপে পাওয়ার-প্লেতে ৩ উইকেটে ২৭ রান তুলে চাপে পড়ে শ্রীলংকা।
মারুফার হাত ধরে শুরুটা দারুণ হলেও পরবর্তীতে সেটি আর ধরে রাখতে পারেনি বাংলাদেশের অন্যান্য বোলাররা। শুরুর চাপ সামলে নিয়ে তৃতীয় উইকেটে ৭৯ বলে অবিচ্ছিন্ন ১০৪ রান তুলে শ্রীলংকাকে টানা দ্বিতীয় জয়ের স্বাদ দেন ওপেনার হর্ষিতা সামারাবিক্রমা ও নিলাক্ষী ডি সিলভা । অবশ্য এই জুটি ১৭ রানেই বিচ্ছিন্ন হতে পারতো। নবম ওভারে স্পিনার নাহিদা আকতারের বলে ডি সিলভার ক্যাচ ফেলেন মুরশিদা। পরবর্তীতে ১৫তম ওভারে স্টাম্পিংয়ের হাত থেকে রক্ষা পান ৪৫ রানে থাকা হর্ষিতা।
৮টি চার ও ১টি ছক্কায় ৫০ বলে অপরাজিত ৬৯ রান করেন হর্ষিতা এবং ৩৮ বলে অনবদ্য ৪১ রান করেন ডি সিলভা। বাংলাদেশের মারুফা ৪ ওভারে ২৩ রানে ৩ উইকেট নেন। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকা ৩ রানে হারিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।
আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল ।