বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২৮

ঘানার দায়িত্ব নিচ্ছেন হিউটন

আক্রা, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি) : ঘানা জাতীয় ফুটবল দলের  নতুন কোচের দায়িত্ব পেয়েছেন  ব্রাইটন ও নিউক্যাসলের সাবেক বস  ক্রিস হিউটন। ব্ল্যাক স্টার্সদের পরবর্তী আফ্রিকান নেশন্স কাপে পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করবেন তিনি।
গত বছর ফেব্রুয়ারি থেকেই দলটির টেকনিক্যাল উপদেস্টার দায়িত্ব পালন করে আসছেন ৬৪ বছর বয়সি হিউটন। কাতার বিশ্বকাপে ঘানা গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর পদত্যাগ করেন তৎকালিন কোচ অটো অ্যাডো। এখন তারই স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আয়ারল্যান্ডের সাবেক আন্তর্জাতিক ডিফেন্ডার হিউটন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘানা ফুটবল এসোসিয়েশন (জিএফএ) জানায়,‘ক্রিস হিউটনকে ব্ল্যাক স্টার্সদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পেরে আনন্দিত জিএফএ। দুই পক্ষের মধ্যে ব্যাপক আলোচনার পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
এর আগে বার্মিংহ্যাম, নরউইচ ও নটিংহ্যাম ফরেস্টে কোচের দায়িত্ব পালন করেছেন হিউটন।
আইভরি কোস্টে পরবর্তী আফ্রিকান কাপের বছাইপর্বে ‘ই’ গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে ঘানা।