বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৬
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৬

ফেডারেশন কাপ হ্যান্ডবল : বর্ডার গার্ড ও আনসার ভিডিপি’র জয়

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ফেডারেশন কাপ হ্যান্ডবলে আজ পুরুষ বিভাগে জয় পেয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি। নারী বিভাগে জয় পেয়েছে  বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা।
শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরুষ বিভাগের প্রথম ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯-২৮ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২৮-১২ গোলে এগিয়ে ছিলো। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৪৭-২২ গোলের বিশাল ব্যবধানে হারায় টীম হ্যান্ডবল ঢাকাকে। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ২৪-১২ গোলে।
একই ভেন্যুতে নারী বিভাগের প্রথম ম্যাচে বাংলাদেশ আনসার ও ভিডিপি ৩৬-৬ গোলে ঢাকা হ্যান্ডবল ট্রের্নিং সেন্টারকে পরাজিত করে। একপেশে ওই ম্যাচের প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে ছিলো ২০-০২ গোলে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপুর্ন অপর ম্যাচে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ২৯-২৫ গোলে হারায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে। প্রথমার্ধে তেঁতুলিয়া এগিয়ে ছিলো ১৪-১১ গোলে।