বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৭

অঘোষিত সেমিফাইনালে কাল মুখোমুখি সিলেট-রংপুর

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল   নিশ্চিতের  লক্ষ্য নিয়ে কাল আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স। তবে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠার ব্যাপারে আশাবাদি সিলেট।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় প্লে-অফে প্রথম কোয়ালিফাইয়ারে খেলার টিকিট পায় সিলেট। অন্য দিকে প্রথম কোয়ালিফাইয়ারে   কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৪ উইকেটে হেরে ফাইনালে উঠতে ব্যর্থ হয় সিলেট।
দ্বিতীয় কোয়ালিফাইয়ারে জিতে ফাইনাল নিশ্চিতের ব্যাপারে আত্মবিশ^াসী সিলেট। দলের সহকারী কোচ সৈয়দ রাসেল বলেন, ‘ ফাইনালে ওঠার ব্যাপাওে আমরা  আশাবাদি। দুর্ভাগ্যবশত কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আগের ম্যাচের ভুলগুলো আমরা শুধরে নিতে পারবো।’
টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে রংপুর।
দ্বিতীয় কোয়ালিফাইয়ার অঘোষিত সেমিফাইনালে রুপ নিয়েছে। এ ম্যাচে জয়ী দল  ফাইনালে কুমিল্লার বিপক্ষে খেলবে।