বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৭
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫

পটুয়াখালীর মৌকরণ স্কুলে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

পটুয়াখালী, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস): পটুয়াখালী জেলার সদর উপজেলার মৌকরণ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে । দিনব্যাপী প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম ।
এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৬৩ বছরের পুরনো এই বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন পটুয়াখালী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক মুন্সি সহিদুল ইসলাম রানা, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওহিদুজ্জামান শামীম,  উপজেলা শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান, আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সাংগঠনিক সম্পাদক কাজী দেলোয়ার হোসেন দিলীপ এবং মৌকরণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোল্লা একেএম বশির আহমেদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস। 
সমাপনী অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। এতে মেধার বিকাশ ঘটে।