শিরোনাম
ঝিনাইদহ, ১৩ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন আয়োজিত ‘শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা’র ঝিনাইদহ জেলা পর্ব আজ অনুষ্ঠিত হয়েছে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসাবে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, সহকারি কমিশনার (ভুমি) শারমীন আক্তার সুমী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
দিনব্যাপী এই প্রতিযোগিতায় ৩৩ টি ইভেন্টে জেলার ৬ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০০ শিক্ষার্থী অংশ নেয়।